ফের তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র, “তালিবান রাজ চলছে” পাল্টা অভিযোগ জিতেনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৭ আগস্টঃ
পাণ্ডবেশ্বরের বহুলায় এসে মঙ্গলবার ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন তেওয়ারি। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বাধার মুখে পরে পাণ্ডবেশ্বর তালিবানি রাজ চলছে বলে অভিযোগ করেন জিতেন বাবু।
গত ১১ই আগস্ট সোমবার খোট্টাডিহিতে এক অসুস্থ মহিলা দলীয় কর্মীকে দেখতে এসে তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক তথা অধুনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আজ মঙ্গলবার একই ঘটনা ঘটল বহুলা এলাকায়। এলাকায় ঢুকতে গেলে বহুলা বাজারে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন জিতেন্দ্র তিওয়ারি । তার গাড়ি আটকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বেশকিছু তৃণমূল কর্মীর হাতে ছিল কালো পতাকা । গো- ব্যাক, জিতেন্দ্র তিওয়ারি চোর হ্যাঁয়- জাতীয় স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। বাধার মুখে পড়েও জিতেন্দ্র তিওয়ারি এলাকা ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ দীর্ঘক্ষন বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। গাড়িতে বসেই জিতেন্দ্র তেওয়ারি বলেন বহুলা গ্রামে বিকাশ বাদ্যকর নামে এক সমর্থকের বাড়িতে আজ মনসা পূজার অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। তিনি অভিযোগ করেন গাড়ি আটকে তৃণমূল কর্মীরা তার সাথে অভদ্র আচরন করেছে। গালিগালাজ করেছে বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন পাণ্ডবেশ্বরে তালিবান রাজ চলছে। এখানে আইনের শাসন নেই। বিক্ষোভকারীদের প্রসঙ্গে তিনি বলেন এরা এক সময় আমার সহচর ছিলেন। এদের কোন দোষ নেই। উপরতলার নির্দেশেই এরা এ কাজ করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন বিক্ষোভকারীদের নামে আমি আজ থানায় কোনো অভিযোগ করব না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এদের শুভ বুদ্ধির উদয় হোক। জিতেন বাবু অভিযোগ প্রসঙ্গে এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা বলেন আজ যে ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না। অতি উৎসাহে কিছু কর্মী এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন ভোটের আগে জিতেন্দ্রনাথ বাবু ধমকি দিয়ে বলেছিলেন আমাকে খাঁচা বন্দি করে রাখবেন। বহু তৃণমূল কর্মী কেউ একইভাবে হুমকি দিয়ে এলাকাছাড়া করার কথা বলেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই জিতেন বাবুর বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভ রয়েছে। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে নরেন্দ্রনাথ বাবু জানান। শেষ পাওয়া খবরে জানা গেছে পুলিশি ঘেরাটোপে জিতেন্দ্র বাবু দলীয়কর্মী বিকাশ বাধ্যকরের বাড়িতে মনসা পূজো অনুষ্ঠানে যোগ দেন। তারপরে ফিরে যান আসানসোল।