জিতেন্দ্র গেলেন বিজেপিতে, পান্ডবেশ্বরে মিষ্টি বিতরন তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩মার্চঃ
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দিয়েছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এরপর সন্ধ্যায় পাণ্ডবেশ্বর ও লাউদোহার বিভিন্ন এলাকায় মিছিল করে জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। সন্ধ্যায় হরিপুরে বিধায়ক কার্যালয়ে বিধায়কের নাম এর ফলক ছবি খুলে গোবর জল ও গঙ্গা জল দিয়ে কার্যালয়টি শুদ্ধিকরণ করে তৃণমূল সমর্থকরা। তবে এখানেই শেষ নয়, বুধবার সকালে কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় করা হয় মিছিল। মিছিলটি শুরু হয় রামনগর এলাকা থেকে, শেষ হয় ফুলবাগান এরিয়া অফিস মোড়ে। সেখানে পড়ানো হয় জিতেন্দ্রর কুশপুতুল। স্থানীয় বাসিন্দা, দোকানদার, পথচলতি মানুষজন ও রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রীদের মিষ্টিমুখ করান তৃণমূল সমর্থকরা।
স্থানীয় তৃণমূল নেতা যমুনা ধীবর জানান জিতেন তেওয়ারি দল ছাড়ায় খুশি তৃণমূল কর্মীরা। কয়লা লোহা বালি মাফিয়াদের নিয়ে বিধায়ক দল তৈরি করেছিলেন। যার ফলে তৃণমূলের বহু পুরনো কর্মী সমর্থক দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বিধায়ক দল ছাড়ায় সেই সব পুরনো কর্মী-সমর্থকরা আবার দলের হয়ে কাজ করার জন্য আজকের মিছিলে সামিল হয়েছেন।
অন্যদিকে অন্ডালের খাঁন্দরা কলেজ ও একই কারণে মিষ্টিমুখ করে উৎসব করে তৃণমূল ছাত্র পরিষদ।