কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরা, পুলিশের সাথে বচসা, একাধিক অভিযোগ জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২ ফেব্রুয়ারীঃ
বেলা বাড়ার সাথে সাথে আসানসোল পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্ত ঘটনার খবর আসতে শুরু করে। কোথাও পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানোর অভিযোগ তো কোথাও সিপিএমের ক্যাম্পে ভাঙচুর আবার কোথাও সিপিএম প্রার্থীকে গালিগালাজের অভিযোগ উঠছে। অভিযোগ উঠছে ২৭ নং ওয়ার্ডে হাজী স্কুলে বিশৃঙখলার।
এদিকে বড় অভিযোগ উঠছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধেও। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের হাজি কদম স্কুলে বহিরাগতদের নিয়ে যাওয়ার অভিযোগ ঊঠছে জিতেন্দ্র তেওয়ারি বিরুদ্ধে। মন্ত্রী মলয় ঘটক খোদ অভিযোগ তোলেন জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে। মন্ত্রীর অভিযোগ জিতেন্দ্র তিওয়ারী প্রার্থী বিধায়ক নন, এখানকার মেয়র নন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যা তিনি পারেন না। বিভিন্ন জায়গায় গিয়ে ঝামেলা অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠছে জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে। এদিকে রেলপাড়ে স্থানীয় দের বাধার মুখে জিতেন্দ্র তেওয়ারি। পুলিশের সাথেও বচসায় জড়ান তিনি।ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।