জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে ফিরছেন?
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৯ এপ্রিলঃ
আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির সামাজিক মাধ্যমে করা একটি পোস্ট কে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে এই পোষ্টের কোনো রকম সত্যতা যাচাই করিনি আমরা(আমার কথা)।
কি সেই পোস্ট?
সামাজিক মাধ্যমে দেখা গেছে আসানসোল উপনির্বাচনের পরে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্পে মানুষ এত সুবিধা পাওয়ার জন্য ভোটে তার প্রভাব পড়েছে।
আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার এ বিষয়ে
আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, দল এবং সরকারের প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে। তাই মানুষ, দল ও সরকারের সাথে রয়েছে। আমরা এটাই বলে আসছি। ওনার বোধোদয় হয়েছে জেনে ভাল লাগলো।
এদিকে জিতেন্দ্র তিওয়ারীর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। তারা প্রশ্ন তুলছেন তাহলে কি জিতেন্দ্র তিওয়ারি কি তৃণমূলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তার এই পোস্টের মাধ্যমে?