কম্বল বিতরণ কান্ডে গ্রেফতার হলেন জিতেন্দ্র তিওয়ারি
আমার কথা, আসানসোল, ১৮ মার্চ:
আসানসোলে কম্বল বিতরণ কান্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। দিল্লির যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে তাকে আজ গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ইতিমধ্যেই তাঁকে আসানসোলে নিয়ে আসার তোড়জোড় চলছে।
প্রসঙ্গত: গত ১৪ ডিসেম্বর বিজেপির পক্ষ থেকে আসানসোলের ২৭ নং ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গালে “শিবচর্চা ও মেগা কম্বল বিতরণ” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি জায়া তথা পুরমাতা চৈতালী তিওয়ারি। মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাষণ শেষে তিনি কিছু কম্বল বিতরণ করে চলে যান। তারপরেই শুরু হয় মূল কম্বল বিতরণ অনুষ্ঠান। আর সেই বিতরণকে কেন্দ্র করে শুরু হয় চরম বিশৃঙখলা। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা যায় চাঁদমনি দেবী(৫৫), ঝালি দেবী(৬৩) ও প্রীতি সিং(১১)। সাথে জখম হয় আরো ৬। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ চৈতালী তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশের তরফে চৈতালী ও জিতেন্দ্র তিওয়ারিকে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বাড়িতে কয়েকবার পুলিশ গেলেও তালা বন্ধ ছিল বাড়ি। তদন্তে অসহযোগীতার অভিযোগ ওঠে স্বামী স্ত্রীর বিরুদ্ধে। এরপরেই আজ দিল্লি থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ।