“জিতেন্দ্র তিওয়ারির মুখোশ খুলে যাচ্ছে”-বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২০ এপ্রিলঃ
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির মুখোশ খুলে যাচ্ছে , কুলটিতে বললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য ।
আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে উপনির্বাচনে বিজেপি হারার কারণ খুঁজতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন , তিনি বলেন যে আমার ব্যক্তিগত অভিমত লক্ষীর ভান্ডার , কন্যাশ্রী ও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সহজে পেয়েছেন। এর প্রভাব পড়েছে ভোটারদের উপর। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারীর গতকাল এই পোস্টে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা মিলেছে। কুলটি এমনিই এক প্রতিক্রিয়া দিলেন গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য্য , তিনি বলেন জিতেন্দ্র তিওয়ারীর মুখোশ খুলে যাচ্ছে এবং আগামি দিনে আরও মুখোশ খুলে যাবে।