তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ জিতেন্দ্রর বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৭এপ্রিলঃ
এক তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্রর তেওয়ারির বিরুদ্ধে। শনিবার বিকেলে হরিপুরের দলীয় কার্যালয়ে ফোনের কথাপোকথনের অডিও ক্লিপ শুনিয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবিই করলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছোঁড়া অঞ্চলের তৃণমূলের মাইনোরিটি সেল এর নেতা মিরাজ খান-কে ফোনটি করেন গৌরভ গুপ্ত নামে জিতেন্দ্র তিওয়ারি- ঘনিষ্ঠ একজন। তিনি বলেন দাদা আপনার সাথে কথা বলতে চায়। এরপরই জিতেন্দ্র তিওয়ারি কে রীতিমতো হুমকি দিতে শোনা যাচ্ছে “মিরাজ বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে ভোটের পর তোকে তুলে নিয়ে যাবো। কেউ বাঁচাতে পারবে না”। পাল্টা মিরাজ বলেন “আমি তৃনমূল করি, দলের কাজ করা কি অন্যায়। হুমকি কেন দিচ্ছেন?” জীতেন বলেন নাটক করিস না। ফল বুঝবি ভোটের পর।”
সাংবাদিক সম্মেলনে নরেন্দ্রনাথ বাবু আরো জানান প্রার্থী হওয়ার পর থেকে জিতেন্দ্র তিওয়ারি প্রতিদিন তৃণমূলের নামে মারধর, বোমাবাজি করার মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। সন্ত্রাসের রাজনীতি জিতেন্দ্রবাবুই করেন। আজকের এই অডিও ক্লিপ তারই প্রমান। বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু। সাংবাদিক সম্মেলনে প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।