জিতেনে ‘আপত্তি’, প্রতিবাদে খোদ প্রার্থীর কেন্দ্রে পথ অবরোধে বিজেপি কর্মীরা

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৮মার্চঃ
‘জিতেন’এ আপত্তি তাই পান্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জিতেন্দ্র তিওয়ারীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই চরম উত্তেজনা ছড়ালো খোদ প্রার্থীর কেন্দ্রে। প্রতিবাদে লাউদোহার মূল রাস্তা অবরোধ করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা সমর্থক। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকাকালীন বিজেপি কর্মীদের নানানভাবে হেনস্তা করেছেন এবং কেস দিয়েছেন এই অভিযোগেই এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব জিতেন্দ্র তিওয়ারিকে তাদের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যদি জিতেন্দ্র তিওয়ারিকে তার প্রার্থী পদ থেকে সরানো না হয় তা হলে এই এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা নির্দল প্রার্থী দাঁড় করাবেন যদি জিতেন্দ্র তিওয়ারির প্রার্থীপদ প্রথা না করা হয় তাহলে এই এলাকা থেকে নির্দল প্রার্থী দাঁড় করাবেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা।