বেকার যুবক যুবতীদের জন্য দুর্গাপুরে রাজ্য সরকার আয়োজিত “জব ফেয়ার”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ মার্চঃ
রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুরের জব ফেয়ার অনুষ্ঠানে এসে কেন্দ্রের অর্থনীতিকে দুঁসলেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির।
রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুর আই.টি.আই কলেজে অনুষ্ঠিত হল “জব ফেয়ার ২০২২”। প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন মন্ত্রী হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের আধিকারিক সহ অন্যান্যরা।
মন্ত্রীর দাবি, জব ফেয়ার ২৬টি সংস্থা অংশগ্রহণ করেছে। ৩ হাজারের মতো যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। এর জেরে বেকারত্ব যেমন কমবে তেমনই আইটিআই, পলিটেকনিকের প্রতি মনোযোগ বাড়বে পড়ুয়াদের।
যদিও যুবক যুবতীদের একাংশের অভিযোগ, তাদের শুধুমাত্র প্রশ্ন উত্তর সেরে ছেড়ে দেওয়া হচ্ছে। পরে যোগাযোগ করা হবে বলে জানানো হচ্ছে। আদতে এ ধরনের জব ফেয়ারের কোনো মানে নেই।