কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির মিছিল
আমার কথা, দুর্গাপুর, ২৪ এপ্রিলঃ
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেলে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন দুর্গাপুরেও বিজেপির একটি মিছিল বের হয়। সমগ্র সিটি সেন্টার জুড়ে মিছিলটি পরিক্রমা করে। ওই মিছিল থেকে কালিয়াগঞ্জের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।।
এদিন মিছিলটির নেতৃত্ব দেন ভারতীয় তপসিলি মোর্চার জেলা সভাপতি সুমন্ত মন্ডল। তিনি বলেন, কালিয়াগঞ্জে কিশোরীকে যেভাবে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক আমাদের এই রাজ্যের জন্য। বিশেষ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা, সাথে দোষীদের চিহ্নিত করে তাতে দ্রুত কঠোরতম শাস্তি দেওয়া হোক।