দুর্গাপুরে বন্ধ হয়ে গেল কল্পতরু মেলা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ জানুয়ারীঃ
পাঁচদিনের মাথায় বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কল্পতরু মেলা। করোনার প্রভাব ফের বাড়তে শুরু করায় রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জিম, বিউটি পার্লার, সেলুন। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় শীতকালীন মেলা চললেও আর সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটলে তা বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। ব্যাতিক্রম ঘটেনি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। ১লা জানুয়ারী থেকে গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে কল্পতরু মেলা শুরু যা ১০ জানুয়ারী পর্যন্তু চলার কথা ছিল। আর তা নিয়েই বিস্তর সমালোচনা চলেছে শিল্পাঞ্চলবাসীদের মধ্যে। শেষে এই মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে করোনার জন্য সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মেলায় আগত দর্শণার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে মেলার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দেওয়া হয়েছিল লোক সংখ্যা। কিন্তু তারপরেও রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, কোভিড বিধি মেনেই যা করার করতে হবে। সরকারে নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। আপাতত মেলা বন্ধ রাখা হল।
অপরদিকে এই মেলারই স্থানীয় এক ব্যবসায়ী সোমা মন্ডলের অভিযোগ, এভাবে আচমকা মেলা বন্ধ করে দেওয়াতে অনেক টাকার ক্ষতি হয়ে গেল।