মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান কল্পতরু মেলা কমিটির
আমার কথা, দুর্গাপুর, ৩ ডিসেম্বরঃ
জমে উঠেছে দুর্গাপুরের কল্পতরু মেলা। ১ জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী। পাশাপাশি প্রতি বছরের ন্যায় এ বছরও মোটা টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ থবিলে দান করা হয় মেলা কমিটির পক্ষ থেকে। সব মিলিয়ে জমজমাট এই মেলা।
১ জানুয়ারী, কল্পতরু উৎসবের দিন দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন মাঠে শুরু হল ৪৪ তম কল্পতরু মেলা। এবারের মেলার মূল আকর্ষণ দক্ষিণ ভারতের বিষ্ণুমন্দিরের আদলে তৈরি মেলার মূল প্রবেশদ্বারটি। মেলায় মোট স্টলের সংখ্যা ২৫০টি। এছাড়াও প্রতি বছরের ন্যায় এ বছরও রয়েছে বইমেলা ও কৃষি মেলাও।
এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারপার্সেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর সহ উদ্যোক্তারা। মেলার প্রথম দিনই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকার চেক মন্ত্রীদ্বয়ের হাতে তুলে দেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে। মেলার শুরু দিন থেকেই দর্সণার্থীর ভিড় উপচে পড়ে। ফলে মেলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘতে সেদিকে নজর রেখেছে কোকওভেন থানার পুলিশ।