কাঁকসা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন রাজস্থান ফেরত পঃ মেদিনীপুরের ছাত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২মেঃ
করোনা যুদ্ধে এক বড় ভূমিকা পালন করে চলেছে পুলিশ প্রশাসন। সাধারন মানুষের ছোট থেকে ছোট কিংবা বড় থেকে বড় সমস্যা হোক সব রকমের সমস্যাতেই এক কথায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্য পুলিশ। এরকমই এক চিত্র আবারও দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর পুলিশ। সুদুর পশ্চিম মেদিনীপুরের এক ছাত্রীর জিনিসপত্র ভর্তি ব্যাগ তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল কাঁকসা থানার পুলিশ।
লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে পড়া এই রাজ্যের পড়ুয়ায়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করল সরকার। প্রায় ২৩০০ পড়ুয়ার মধ্যে সাত জেলার ৮০০ মতো ছাত্রছাত্রীকে বাসে করে গতকাল অর্থাৎ শুক্রবার প্রথমে আনা হয় দুর্গাপুরে। এখানে কাঁকসা থানার অন্তর্গত দুটি বেসরকারী পান্থশালায় তাদের সাময়িক বিশ্রামের ব্যবস্থা করা হয়। প্রথমে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হয় তারপর তাদের খাওয়া দাওয়া করানোর পর যার যার নিজের জেলায় ফের বাসে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ওই ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার এক ছাত্রী স্নেহা মাইতি নিজের বাড়ি পৌঁছে খেয়াল করেন যে তাঁর জিনিসপত্র ভর্তি ব্যাগ দুর্গাপুরেই ফেলে চলে গেছেন। এরপর স্নেহা দুর্গাপুর পুলিশের সাথে যোগাযোগ করে তাঁর ব্যাগটি ফিরে পাওয়ার আর্জি জানান। তিনি পুলিশকে এও জানান যে ওই ব্যাগে তাঁর অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে। এরপর কাঁকসা থানার পুলিশ বাঁশকোপার ওই দুটি পান্থশালা যেখানে ওই পড়ুয়াদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল সেখানে খোঁজ নিয়ে ব্যাগটি উদ্ধার করে। সাথে কাঁকসা থানার পুলিশ এও জানায় যে, শুধু স্নেহা মাইতির নয় আরো কয়েকজন পড়ুয়ার ব্যাগও পাওয়া গেছে। সেগুলি কোনো কোনো পড়ুয়ার তা খুঁজে তাদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় নিজের ব্যাগ ফেরত পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান স্নেহা ও তাঁর পরিবার।