সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক জমা নেওয়া শুরু করল কাঁকসা পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩মার্চঃ
সুষ্ঠ অবাধ নির্বাচন করতে যেমন বদ্ধ পরিকর নির্বাচন কমিশন, তেমনই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাঁকসা ব্লকের সমস্ত লাইসেন্স ধারী বন্দুকের মালিকদের কাছ থেকে বন্দুক জমা নেওয়া শুরু করলো কাঁকসা থানার পুলিশ।
স্থানীয়রা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই পদক্ষেপে স্থানীয়দের বা বন্দুকের মালিকদের কোনো আপত্তি নেই বা সমস্যা নেই বলেই জানিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে বুধবার থেকে শুরু হয়েছে এলাকার সমস্ত লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা করার কাজ। নির্বাচনের পর জমা নেওয়া সেই সমস্ত বন্দুক ফেরৎ দেওয়া হবে।