পুজো উপলক্ষ্যে বয়োজ্যেষ্ঠদের নতুন বস্ত্র দিয়ে কাঁকসা থানার “নমন” এর শ্রদ্ধাঞ্জলি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২২অক্টোবরঃ
বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজার শুরু, কিন্তু ব্যাতিক্রমী এই বছরে পুজোয় নেই আরম্ভর। করোনার গ্রাসে অনেক কিছুই হয়ত বিসর্জন দিতে হয়েছে বাঙ্গালীকে কিন্তু তাতে কি? বাঙ্গালীর মন থেকে তো আর উৎসবের মেজাজকে তো আর কেড়ে নেওয়া যায়নি। তাই আড়ম্ভরহীনভাবে হলেও দুর্গাপুজা বন্ধ হয়নি। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বয়োজ্যাষ্ঠ জন্য যে “নমন” কর্মসূচী রয়েছে সেই কর্মসূচীতে পুজোর আবহে নতুন বস্ত্র দিয়ে সাথে মিষ্টিমুখ করানো হল কাঁকসা থানার পক্ষ থেকে। কাঁকসা থানার অন্তর্গত বেশ কিছু জায়গায় বসবাসকারী চল্লিশজন দুঃস্থ, অসহায় বয়োজ্যষ্ঠ ব্যাক্তির হাতে নতুন পোশাক ও মিষ্টির প্যাকেট ও মাস্ক তুলে দেওয়া দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গুহ। পুজোর মধ্যে এরকম উপহার পেয়ে বেশ খুশী বলে জানালেন নারান বাগদি সহ ওই চল্লিশজন বয়স্ক মানুষ।