সন্তান লাভের কামনায় কার্তিক পূজার প্রচলন শুরু হয় দাস, সূত্রধর পরিবারে
আমার কথা, অন্ডাল, ১৬ নভেম্বরঃ
নিঃসন্তান দম্পতি কার্তিক পুজো করলে পরিবারে আসে সন্তান, এই বিশ্বাসে অনেকে কার্তিক পুজোর আয়োজন করেন । অন্যান্য বিভিন্ন কারণেও কার্তিক পূজার আয়োজন হয় বাংলার বিভিন্ন প্রান্তে । শনিবার হলো কার্তিক পুজো । বিভিন্ন জায়গায় সাড়ম্বরে আয়োজন করা হয় পুজো । অন্ডাল ব্লকের উখরা গ্রামের রথতলা পাড়ার দাস পরিবারে পুজো পরলো এবার ৯৮ বছরে । বাংলা ১৩৩ বঙ্গাব্দে এই পুজটির সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ বৈদ্যনাথ দাস । তিনি ছিলেন নিঃসন্তান । সন্তান কামনার আশাতেই তিনি বাড়িতে কার্তিক পূজার প্রচলন করেন । পুজোর কিছুদিনের মধ্যেই পরিবারে জন্ম হয় সন্তানের বলে জানান পরিবারের সদস্য মুরলীধর দাস । সেই থেকে ধারাবাহিকভাবে চার প্রজন্ম এই পুজোর আয়োজন করে আসছে প্রতিবছর । পরিবারের গৃহবধূ সুস্মিতা দাস জানান কর্মসূত্রে বাইরে থাকেন । কিন্তু কার্তিক পুজোতে প্রতি বছর ছুটি নিয়ে ফিরে আসেন শ্বশুরবাড়িতে। পারিবারিক কার্তিক পুজোয় যোগ দেবার জন্য । পুজোর আয়োজনের সব কাজ বাড়ির মহিলারা মিলেমিশে করেন বলে জানান তিনি । অন্যদিকে পুরাতন হাটতলা সংলগ্ন ময়রা পাড়ায় সূত্রধর পরিবারের কার্তিক পুজো পূর্বপুরুষের হাত ধরে শুরু হয়েছিল প্রায় দেড়শ বছর আগে । পাঁচ প্রজন্ম ধরে এই পুজো চলে আসছে । পরিবার বর্তমানে ছয়টি শরিকে বিভক্ত । তাই ৬ বছর অন্তর এক একটি পরিবার পুজোর আয়োজনের দায়িত্ব সামলান । সূত্রধর পরিবারের কার্তিক পুজো নিয়ে একটি মিথ বা লোককথা এলাকায় খুবই জনপ্রিয় । পরিবারের এক মহিলা জানান পুজোর দিন সারা রাত প্রতিমা যেখানে থাকে সেই ঘরের দরজা খোলা রাখা হয় । প্রতিবছরই এলাকার কোন না কোন নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কার্তিক প্রতিমার মূর্তির হাতে থাকা প্রতীকী তীর নিঃশব্দে নিজেদের বাড়িতে নিয়ে যান । এই তীর নিয়ে গেলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন বলে বিশ্বাস গ্রামবাসীদের ।