দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন কাশ্মীরের জওয়ান, প্রশাসনের নজর এড়িয়ে বিনা স্বাস্থ্য পরীক্ষায় চলে গেলেন বীরভূম
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২মার্চঃ
সমীরণ দাস, শ্রীনগরে কর্মরত সি আর পি এফ ৭৯ ব্যাটেলিয়ানের এক জওয়ান, বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। আজ সকালে ডাউন বিভুতি এক্সপ্রেসে করে এসে নামেন দুর্গাপুর স্টেশনে। এরপর তিনি স্টেশনের বাইরে গেলে, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলেন। কয়েকজন ব্যাক্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে তাদের সাথে কিছুটা সময় আলাপচারিতায় কাটালেন। তার মাঝে চায়ের দোকানে গিয়ে চাওও খেলেন। এরপর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস ধরে সাঁইথিয়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সবই হল কিন্তু হল না যেতা সেটা হল ওই জওয়ান কাশ্মীর থেকে ট্রেনে করে দীর্ঘ পথ অতিক্রম করলেন বহু মানুষের সাথে তারপর নামলেন দুর্গাপুর স্টেশনে অথচ তার কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা করা হল না। ওই জওয়ান জানান যে তিনি নিজেও করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত, কিন্তু দুর্গাপুর স্তেশনে তার কোনো থার্মাল টেস্ট হয়নি। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতা নিয়ে। প্রশ্ন উঠছে প্রশাসনের নজর কি করে এড়িয়ে গেল এওকম একটি বিষয় থেকে?