দুর্গাপুরে কল্পতরু মেলার শুভারম্ভ খুঁটি পুজো দিয়ে
admin
December 7, 2023
আমার কথা, দুর্গাপুর, ৭ ডিসেম্বর:
ভারী বৃষ্টি নিম্নচাপের ভ্রুকুটিকে উপেক্ষা করে দুর্গাপুর কল্পতরু মেলার খুঁটি পুজো হয়ে গেল বৃহস্পতিবার। আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দুর্গাপুর কল্পতর মেলা। এদিন কল্পতরু মেলার খুঁটিপুজোর মাধ্যমে শুভারম্ভ হল কল্পতরু মেলা ২০২৪ এর। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক কমিটির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর ৩নং ব্লক আইএনটিটিইউসির সভাপতি কল্লোল ব্যানার্জি মহাশয় এবং কল্পতরু মেলা কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার স্থানীয় মানুষজন।