শিশু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল মহিলা
আমার কথা, আসানসোল, ১০ অক্টোবর:
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু অপহরণের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনা সূত্রে ওই এলাকায় বসবাসকারী এক মহিলা মধুমিতা ধীবর জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই তাদের এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘুরতে দেখা গেছে, যে বিভিন্ন বাড়ি থেকে পোশাক চুরি করে বেড়াচ্ছিল। একই সাথে তার বাড়িতে থাকা নিজের নাবালিকা মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার সাথে যাওয়ার জন্যে উৎসাহিত করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে মঙ্গলবার তিনি ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ও পুলিশ প্রশাসনকে খবর দেন। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায়।