যুবতীকে অপহরণ করে মুক্তিপণের দাবি

আমার কথা, আসানসোল, ২৪ সেপ্টেম্বরঃ
এক যুবতীকে অপহরণ করে মুক্তিপন চাওয়ার অভিযোগ। ঘটনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকার।যুবতীর বাবার অভিযোগ গতকাল অর্থাৎ সোমবার তার মেয়ে নার্সের ট্রেনিং করতে গিয়েছিলো কিন্তু বাড়ি ফেরেনি এবং তার বাবার কাছে পাঁচলাখ টাকা মুক্তি পণ চেয়ে ফোন করে সাথে হুমকি দেওয়া হয় যে চাহিদা মতো অর্থ না দিলে তার মেয়েকে বিক্রি করে দেওয়া হবে বলে বলা হয়।এরপরেই ঘটনার নিখোঁজ অভিযোগ দায়ের করে বাবা অশোক কুমার বার্নওয়াল আসানসোল দক্ষিণ থানায়। ঘটনার তদন্তে নেমে ঐ যুবতীকে কোলকাতা থেকে উদ্ধার করে পুলিশ বলে খবর। মঙ্গলবার ঐ যুবতীকে আসানসোল আদালতে পেশ করা হয়।ঘটনার তদন্তে পুলিশ।