জামুড়িয়ায় কারখানায় গলিত লোহায় ঝলসে মৃত্যু একজনের, জখম ৫
আমার কথা, জামুড়িয়া, ১৫ ডিসেম্বর:
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দূর্ঘটনা। গরম লোহার লেডেল উল্টে পড়ে আহত হলেন ৫ কর্মী। এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে কারখানা ও কর্মীদের সূত্রে জানা গেছে। কি কারনে লেডেল উল্টে তার থেকে ছিটকে গরম লোহা কর্মীদের উপর ছড়িয়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় দগ্ধ হয়ে জখম ৫ জনকে প্রথমে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বর্তমানে চারজন সেখানে ভর্তি রয়েছেন। পরে সেখান থেকে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।
এই ঘটনায় কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে সেই কারখানায় যান আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।