পুলিশ নিরপেক্ষ নয়, দলদাসে পরিণত হয়েছে তাই আক্রান্ত হচ্ছে: লকেট
আমার কথা, লাউদোহা, ২৬ এপ্রিল:
নিরপেক্ষ নয় তাই বারবার জনরোষে আক্রান্ত হচ্ছে পুলিশ। বুধবার প্রতাপপুরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে একথা বললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচি নিয়েও।
বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হল ঘরে দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে দলীয় রণকৌশল ও কর্মীদের ভূমিকা সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বৈঠকটি হয় বলে বিজেপি দলসূত্রে জানানো হয়। বৈঠক শেষে কর্মীদের সাথে আলাদাভাবে কথা বলেন সাংসদ।
সাংবাদিকদের একাংশের কাছে সাংসদ লকেট চট্টোপাধ্যায় কালিয়াগঞ্জ থানা আক্রান্ত প্রসঙ্গে বলেন সেখানকার ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ চেষ্টা করছে আসল ঘটনা ধামাচাপা দিয়ে দোষীদের আড়াল করার। পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবার সেখানকার পুলিশ কর্মী ও থানা আক্রান্ত হওয়ার ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তবে ব্যক্তিগতভাবে আমি এই ঘটনা সমর্থন করি না বলে সাংসদ জানান। বলেন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। দলদাসে পরিণত হয়েছে পুলিশ, সেই কারণেই পুলিশ সম্পর্কে জনমানষে বিরূপ ধারণা তৈরি হয়েছে। তাই বিভিন্ন এলাকায় আক্রান্ত হচ্ছে পুলিশ। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ সেই রাজ্যেই মহিলারা সবচেয়ে বেশি অবহেলিত অত্যাচার ও শোষণের শিকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর “সংযোগ যাত্রা” কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল যাত্রার প্রথম দিন কোচবিহারে তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার সংঘর্ষ ঘটে। লকেট চট্টোপাধ্যায় বলেন এটা তো সবে ট্রেলার, পিকচার এখনো বাকি আছে।