জমি সংক্রান্ত বিবাদ, বোমাবাজি, ভাঙচুর, দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুন:
দুর্গাপুরের দেবী নগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বাড়িতে হামলা ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ।
বকেয়া টাকা ফেরত চাওয়া নিয়ে গন্ডগোল, বচসা, হাতাহাতি সেই থেকেই ঘটনার সূত্রপাত।
তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করাতে খোদ তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির আর ভাঙচুরের অভিযোগ দুর্গাপুরে। ঘটনাস্থল, দুর্গাপুরের দেবীনগর এলাকা। স্থানীয় তৃণমূল কর্মী পরিমল রায়ের অভিযোগ, তৃণমূল এর ১৫ নম্বর ওয়ার্ডের কনভেনার গৌরাঙ্গ বাগদি ও তৃণমূল নেতা বিট্টু সান্যালের অনুগামীরা এসে গতকাল রাতে শুধু বোমাবাজি নয় তার বাড়িতে এসে ভাঙচুর করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার অন্তর্গত দেবীনগর এলাকায়। অভিযোগ ভিত্তিহীন দাবি বিট্টু সান্যাল ও গৌরাঙ্গ বাগদির।জমি জমা সংক্রান্ত পুরোনো বিবাদ থেকেই এই গন্ডগোল বলে মনে করা হচ্ছে।