দখল নেওয়ার প্রস্তুতি? ফসল নষ্ট করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে
আমার কথা, অন্ডাল, ১৮ জুলাইঃ
জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠলো বর্গাদারের জমির ফসল নষ্ট করার অভিযোগ। কাজোড়া মোর সংলগ্ন গোকুলধাম এলাকার ঘটনা। সুবিচারের আর্জি নিয়ে পুলিশ ও বিডিওর দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষী।
সাম্প্রতিক কালে জেলা জুড়ে বেড়েছে জমি মাফিয়াদের দৌরাত্ম। খাস জমি সরকারি জমি দখলের পাশাপাশি নকল নথি বানিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমি বিক্রির অভিযোগও উঠছর। অন্ডাল ব্লকের কাজোরা মোড় সংলগ্ন গোকুলধাম এলাকায় দেখা গেল একই ঘটনা। এলাকার এক কৃষকের চাষ জমির বেড়া ভাঙ্গা, ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন জমি মাফিয়ার বিরুদ্ধে। অন্ডাল পঞ্চায়েতের শকরা গ্রামের বাসিন্দা ভাগ্যধর মন্ডলের অভিযোগ গোকুলধাম এলাকায় ৮৮৪৩ ও ৮৮৪৬ নম্বর দাগে চাষ জমি রয়েছে একটি পরিবারের। দীর্ঘ ৫০ বছর ধরে সেই জমিতে চাষ করছি আমি। সরকারি নথিতে ওই জমিতে বর্গাদার হিসাবে আমার নাম নথিভূক্ত আছে। জমিতে শাক, সবজির চারা লাগানো ছিল। গত মঙ্গলবার দিন জমির বেড়া ভেঙ্গে জেসিপি মেশিন দিয়ে মাটি কুঁড়ে দেওয়া হয় ওই জমিতে। নষ্ট করে ফেলা হয় সমস্ত শাক সবজির গাছ। ভাগ্যধর বাবু বলেন এই কাজ করেছে রাজীব মন্ডল, চঞ্চল মন্ডল, গৌতম মন্ডলরা। এলাকায় এরা সকলেই জমি কেনাবেচা কারবারের সাথে যুক্ত বলে পরিচিত।
জমির ফসল নষ্টের অভিযোগ ও বিচারের দাবিতে প্রশাসনের দারস্থ হয়েছেন ভাগ্যধর বাবু অভিযুক্ত রাজিব, চঞ্চল ও গৌতম মন্ডল এর নামে ১৬-ই জুলাই গত মঙ্গলবার অন্ডাল থানা ও অন্ডাল বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।