দুর্গাপুর আদালতের রায়ে ৪৫ বছর পর বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধার

আমার কথা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
স্বর্গীয় বাবা মামলা করার ৪৫ বছর পরে মামলার অবসান। জমি ফিরে পেলো দুর্গাপুরের নায়েক পরিবারের ছেলেরা। দুর্গাপুরের ফুলঝোরের শরৎ পল্লীতে ছিল এই জমি। দুর্গাপুর আদালতের রায়ে সেই জমি হাতে পেলেন তারা। ফলে খুশির জোয়ার তাদের গোটা পরিবারে।
নায়েক পরিবার সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের শরৎপল্লীতে চার নিঘা একটি জমি আছে। এই জমিটি সমান দুই ভাগ করা হয়েছিল গোরাচাঁদ নায়েক ও শ্যামদাস নায়েকের মধ্যে দু বিঘা করে। গোরাচাঁদবাবুর ছেলেদের অভিযোগ তাদের ভাগের দু বিঘা জমি থেকে চার কাঠা জমি কল্যাণী নন্দীর কাছে বিক্রি করে দিয়েছিলেন শ্যামদাস নায়েক। এই নিয়ে গোরাচাঁদ বাবু আসানসোল আদালতে ১৯৭৭ সালে মামলা করেন। মামলার নিষ্পত্তি হওয়ার আগেই মৃত্যু হয় গোরাচাঁদ নায়েকের। ছেলে অজিতেশ নায়েক বলেন বাবা গোরাচাঁদ নায়ক প্রয়াত হয়ে যাবার পরও দুর্গাপুর আদালতে মামলা এনে আমরা মামলা চালিয়ে গেছি। কোর্টের রায়ে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশের হস্তক্ষেপে হারানো জমি উদ্ধার করা গেছে।আইনজীবী প্রদীপ সাধু জানান আমরা হাল ছাড়িনি। মামলায় জয়ী হওয়ার আশাতেই প্রয়োজনীয় নথিপত্র দিয়েই মামলার কাজ করা হয়েছে।