টানা বৃষ্টিপাতের জেরে আসানসোলে ধস
আমার কথা, আসানসোল, ৫ অক্টোবর:
দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে টানা বৃষ্টিপাত, আর এই বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত মানবজীবন। জলের স্তর আয়ত্বে রাখার জন্য ডিভিসি ইতিমধ্যেই প্রচুর জল ছাড়ছে জলাধারগুলি থেকে। এদিকে এই বৃষ্টিপাতের জেরে আরেক বিপত্তি দেখা দিলো আসানসোলে। কুলটির সাঁকতোড়িয়া এলাকার শিশুবাগান অঞ্চলে ইসিএলের পরিত্যক্ত খনি এলাকায় ধস জেগে ওঠায় চাঞ্চল্য। ঘটনাসূত্রে বিগত কয়েকদিন ধরেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে অতি ভারী বর্ষণ হয়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ ইসিএলের ওই পরিত্যক্ত খনি অঞ্চলটি জমি মাফিয়ারা ভরাট করে বিক্রি করার চেষ্টা করে। যদিও স্থানীয়দের বাধায় তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরিত্যক্ত খনি এলাকার পাশেই জনবসতি রয়েছে। স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় প্রায়শই ধস জেগে ওঠে। পুনরায় ওই এলাকায় ধস জেগে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বর্তমানে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে। যদিও ইসিএলের কোনো আধিকারিক এখনো পর্যন্ত ওই এলাকায় পৌঁছায়নি বলে খবর।