খনি এলাকায় একই দিনে দু’জায়গায় নামলো ধস, আতঙ্ক
আমার কথা, অন্ডাল, ২০ সেপ্টেম্বর:
শুক্রবার অন্ডালের জামবাদ ও পার্শ্ববতী পরাশিয়া কোলিয়ারি এলাকাতে ঘটলো ধসের ঘটনা। একদিনে দু জায়গাতে ধস নামায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ধস মেরামতির কাজ শুরু করেছে ইসিএল আধিকারিক।
শুক্রবার এক দিনে খনি এলাকাতে দুটি জায়গায় ঘটেছে ধসের ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে পরাশিয়া কোলিয়ারি এলাকাতে। ধস নেমেছে স্থানীয় পঞ্চায়েত অফিসের পাশে। দ্বিতীয় ঘটনাটি ঘটে অন্ডাল থানার জামবাদ খোলা মুখ খনি সংলগ্ন বসতি এলাকাতে। ঘটনাস্থলে ৫০ মিটার দূরে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান কয়েক বছর আগে এখানে ইসিএলের পরিত্যক্ত আবাসন এলাকাতে ঘটেছিল ভয়ানক ধসের ঘটনা। আবাসন সহ এক মহিলা মাটি চাপা পড়ে ছিলেন। ঘটনার ৯ দিন পর ওই মহিলার দেহ মাটি থেকে তুলতে সক্ষম হয় উদ্ধারকারীরা। স্থানীয়দের অভিযোগ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা কাটার ফলে বারবার এরকম ঘটনা ঘটছে। পুনর্বাসনের দাবী জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএল আধিকারিকদের একটি দল। ধসের জায়গাতে মাটি ফেলে মেরামতির কাজ চলছে বলে জানান তারা।