ট্রাফিক সচেতনতা বাড়াতে দুর্গাপুরে পুলিশের বৃহৎ কর্মসূচী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ জানুয়ারীঃ
পথ নিরাপত্তা বাড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ট্রাফিক গার্ড এর যৌথ উদ্যোগে সোমবার ট্রাফিক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের গান্ধী মোড়ে, আর করোনা সচেতনতা বাড়াতে হাজির স্বয়ং যমরাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা এবং ডিসিপি(সেন্ট্রাল) এস.এস. কুলদীপ, দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পথচলতি গাড়ির চালকদের দেওয়া হয় হেলমেট। সকল মানুষকে হেলমেট পড়ে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কথা জানানো হয়। পাশাপাশি সচেতনতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি সেন্টার জুড়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। ট্রাফিক গার্ড এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।