করোনা সংকটে বিজেপির কোটি টাকা ব্যয়ে জনসংযোগ যাত্রার প্রতিবাদে দুর্গাপুরে মন্ত্রীদের কুশপুতুল দাহ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ
করোনা সংক্রমনে দেশে যে দুরবস্থা দেখা দিয়েছে সেই সময় বিজেপির নেতা মন্ত্রীদের দেখা মেলেনি অথচ এখন কয়েক কোটি টাকা ব্যয় করে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে জন সংযোগ যাত্রা করছে বিজেপি সরকার এর প্রতিবাদে আজ দুর্গাপুরে মোট ৩২টি জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করল সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, প্রথমতঃ কয়েক কোটি টাকা ব্যয়ে যে জন সম্পর্ক যাত্রা করতে চাইছেন তা করতেই পারেন কিন্তু জনগণ বিজেপির দলের যে দুজন সাংসদকে দুর্গাপুর আসানসোলের জন্য বির্বাচিত করেছিল সেই সুরিন্দর সিং আলুওয়ালিয়া কিংবা বাবুল সুপ্রিয়োর কারুরই দেখা পাওয়া যায়নি। আগে তাদের খুঁজে বের করে দেওয়া হোক। দ্বিতীয়তঃ অপরিকল্পতি লকডাউনের কারনে নানা রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের এতদিন পর ঘরে ফেরানোর দরুন দেশে করোনা মহামারীর আকার ধারন করছে। তৃতীয়তঃ চারিদিকে মানুষ কাজ হারিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছে। তাই সেই সমস্ত মানুষ যারা ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়ছে না তাদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে।
অপরদিকে এই একই ইস্যুতে সিপিএম কর্মী সমর্থকদের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেল খনি অঞ্চলেও। সোমবার সকাল দশটায় পাণ্ডবেশ্বরের হরিপুর বাজার ও অন্ডালের উখড়া বাজপাই মোড়ে প্রতিবাদ সভা করলো সিপিএম নেতাকর্মীরা। বিক্ষোভের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। রাস্তার একপাশে দূরত্ব বজায় রেখে এদিনের বিক্ষোভ হয় বলে দাবি করেন সিপিএম।
করোনা সংক্রমণ এড়াতে ও স্বাস্থ্য বিধি লাগু থাকার কারণে এখন মিটিং মিছিল সভা এরিয়ে চলছে রাজনৈতিক দলগুলি। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমের আজ ভার্চুয়াল সভার আয়োজন করেছে বিজেপি। তাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ভাষণ শোনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। আর এই অতিমারির সময় বিপুল টাকা খরচা করে এই ভার্চুয়াল সভার আয়োজনের বিরোধিতায় আজ পথে নেমেছে সিপিএম দল। পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকে বিভিন্ন জায়গায় বামফ্রন্ট কর্মীরা বিক্ষোভ দেখায় অমিত শাহ কুশপুতুল জ্বালিয়ে। দেশের কঠিন সময়ে যখন পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ি ফিরছে এমনকি দেশের মানুষ কাজ হারিয়ে খাদ্য সংকটে পড়েছে তখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কয়েক শো কোটি টাকা খরচ করে বিহারে বসে ইন্টারনেটের মাধ্যমে দলের প্রচার করছে। তারই প্রতিবাদে এই ভাবে ধিক্কার জানাচ্ছে বামকর্মীরা এমনটি জানিয়েছেন কাঁকসা সিপিএম নেতা আশীষ ভট্টাচার্য।