পুনর্বাসনের দাবিতে হকারদের নিয়ে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল বামেদের
আমার কথা, দুর্গাপুর, ১৮ জুলাইঃ
হকার উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ(এডিডিএ) ও পুরসভা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলো বাম নেতা কর্মীরা। কয়েকশো হকার সহ সিপিএম নেতাকর্মীরা মিছিলে সামিল হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু(ভজন) চক্রবর্তী ও সন্তোষ দেবরায়। মিছিল শেষে. দুই সরকারি দপ্তরের সামনে পথসভা হয়। রাজ্য ও কেন্দ্র সরকার শুধুই বুলডোজার চালাচ্ছে অভিযোগ তুলে পুনর্বাসনের দাবি করেন বিক্ষোভকারীরা।ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস আসে।
প্রাক্তন বিধায়ক ভজন চক্রবর্তী বলেন,”রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে ২০১৪ সালের আইন অনুসারে হকারদের নিয়ে কাজ করা। কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি। কলকাতা পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন হকারদের চিহ্নিত করা হবে এবং পরিচয় পত্র দেওয়া হবে নির্দিষ্ট জায়গা দেওয়া এবং সমস্যার সমাধান করা হবে। কিন্তু সেই সব কিছু না করে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে।