দুর্গাপুরে বামেদের বাইক মিছিল আটকালো পুলিশ
আমার কথা, দুর্গাপুর, ৩ মার্চঃ
বামেদের বাইক মিছিল আটকানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। পুলিশের সাথে এক প্রস্থ বচসাও হয় বাম নেতা কর্মীদের সাথে। যদিও পরে মিছিলটিকে ছেড়ে দেওয়া হয়। তবে মিছিল এগোতে না দিলে ঘটনাস্থলেই বসে পরার হুঁশিয়ারী দেওয়া হয় বামেদের পক্ষ থেকে।
বিভিন্ন ইস্যুতে আজ রবিবার সকালে দুর্গাপুরের অমরাবতীর ভ্যাম্বে কলোনী থেকে একটি বাইক র্যােলি বের হয়। মূলতঃ শহর বাঁচাওয়ের ডাক দেওয়া হয় বামেদের তরফে। র্যা লিটি ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড ঘুরে জিডিএ মার্কেটে গিয়ে শেষ হয়। এরই মাঝে মিছিলটি যখন ফুলঝোড়ে গিয়ে পৌঁছোয় তখন নিউটাউনশিপ থানার পুলিশ মিছিলটকে আটকে দেয়। মিছিল আর এগোনো যাবে না বলে সাফ মানা করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এই নিয়ে বাম নেতা পঙ্কজ রায় সরকারের সাথে বচসাও বাধে। পরে অবশ্য মিছিলটিকে ছেড়ে দেয় পুলিশ।
তবে এ বিষয়ে পঙ্কজ রায় সরকার বলেম, তৃণমূল কিংবা বিজেপির বাইক মিছিলকে পক্তহ দেখিয়ে নিয়ে যায় পুলিশ। শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই রাস্তা আটকায় পুলিশ।
এদিকে পুলিশের মিছিল আটকানোর প্রসঙ্গে ওই এলাকার প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা বলেন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর অবাধ গণতন্ত্র রয়েছে। সবার মিটিং মিছিলের স্বাধীনতা রয়েছে। হয়ত অনুমতি ছাড়াই তাঁরা মিছিল করছিল তাই পুলিশ মিছিল আটকেছে।