আসানসোলে ভোট লুটের অভিযোগ তুলে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ বামেদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর, অন্ডাল), ১২ ফেব্রুয়ারীঃ
আসানসোল পৌরনিগম ভোটে বেনিয়ম, সন্ত্রাস, ভোট লুটের অভিযোগে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি ও কাজোরা মোড়ে অন্ডাল থানার সামনে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ দেখালো সিপিএম ।
শনিবার সকাল থেকে শুরু হয়েছে আসানসোল পৌরনিগমের ভোট গ্রহণ প্রক্রিয়া । শুরু থেকেই বেনিয়ম, সন্ত্রাস, ভোট লুটের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা । গতকাল রাতে বাইপাসের ধারে ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন একটি লজে বহিরাগত তত্ত্বে ছড়িয়েছিল উত্তেজনা । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছিলেন ভোট লুটের জন্য শাসকদল বহিরাগতদের জড়ো করেছে । ১০ জনকে আটক করে তাদের পুলিশ রাতে নিয়ে যায় থানা । বাম সহ বিরোধীদের অভিযোগ আজ বিভিন্ন ভোটকেন্দ্রে বসতে দেওয়া হয়নি তাদের এজেন্ট দের । প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ তাদের । এই অভিযোগে আজ সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দু’নম্বর জাতীয় সড়কের ফরিদপুরে ও কাজোড়া মোড় অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা । অবরোধের পর ফরিদপুর ফাঁড়ি ও অন্ডাল থানাতেও বিক্ষোভ দেখায় তারা । সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ও তুফান মন্ডল জানান আসানসোলে ভোটের নামে প্রহসন চলছে । প্রশাসনের সহযোগিতায় শাসকদল তৃণমূল ভোট লুট করছে অবাধে । তার প্রতিবাদেই অবরোধ বিক্ষোভ বলে জানান তিনি ।