দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বামেদের প্রতিবাদ
আমার ক্তহা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ ফেব্রুয়ারীঃ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতার খুনের প্রতিবাদে দুর্গাপুরে বাম সংগঠন গুলির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কোক ওভেন থানা ঘেরাও করে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালানো হল| বাম সংগঠনগুলি এদিন দুর্গাপুরের কোক ওভেন থানা ঘেরাও করে অবিলম্বে আনিস খান খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়| বাম সংগঠনের মুখপাত্র এ দিন জানান , “একজন হোমগার্ড সহ একজন সিভিক ভলেন্টিয়ার্সকে লোক দেখানো গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী আনিস খান এর খুনের তদন্তকে ধামাচাপা দিতে চাইছে | অবিলম্বে দোষী সঠিক ব্যক্তিদের গ্রেফতার না করা হলে রাজ্যজুড়ে বিক্ষোভ-সমাবেশ আরো তীব্র আকার ধারণ করবে বলে এদিন বাম সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয় |” এদিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন পার্টি অফিস থেকে মিছিল করে কোক ওভেন থানা ঘেরাও করার কর্মসূচি নেয় বাম সংগঠনগুলি | বিক্ষোভ সমাবেশের পর স্মারকলিপি জমা দেওয়া হয় কোক ওভেন থানার আধিকারিকের কাছে | এদিনের বামেদের এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো |