বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুর্গাপুরের সমস্ত থানায় বিক্ষোভ বামেদের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ডিসেম্বরঃ
শিল্পাঞ্চল দুর্গাপুর সহ সংলগ্ন অঞ্চলগুলিতে পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। এমনকি অবৈধ কয়লা, বালি ও লোহা কারবারে মদত দিচ্ছে পুলিশ। রবিবার অবৈধ কয়লা,বালি,লোহা পাচার, জুয়া,ছিনতাই, অবৈধ মদের ঠেক, অবৈধ হুক্কা বার বন্ধ করতে, পাশাপাশি গত ২৬ শে নভেম্বর ধর্মঘটীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে দুর্গাপুরের জেলার সমস্ত থানায় গণ ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচী নিয়েছিল বামেরা।
বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, যে সব পুলিশ কর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা এই অবৈধ কারবার থেকে টাকা কামিয়েছে, একুশে বামেরা ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে মামলা অবশ্যই করা হবে, আর তাদের কামানো সমস্ত কালো টাকা তাদের মামলার পেছনেই চলে যাবে। তাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত্য দৌঁড়তে হবে মামলার জন্য।
ওই একই ইস্যুতে অন্ডাল, পাণ্ডবেশ্বর থানাতেও সিপিএম কর্মী-সমর্থকরা এই কর্মসূচী পালন করে। অন্ডালে দলের জেলা কমিটির সদস্য দেবস্মিতা সরকার, পরেশ মন্ডল ও পাণ্ডবেশ্বরে প্রবীর মণ্ডল, সুভাষ বাউরির নেতৃত্বে এই কর্মসূচী পালিত হয়। মিছিল বিক্ষোভের পরে তারা থানার আধিকারিকদের হাতে দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। সিপিআইএম দলের জেলা কমিটির নেতা প্রবীর মন্ডল জানান, “২০১২ সালে বার্ণপুরে দলের নেতা অর্পণ মুখার্জী ও প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার খুন হন। আট বছর পেরিয়ে গেলেও সেই খুনের কোন কিনারা আজ পর্যন্ত হয়নি। দ্রুত সেই খুনের কিনারার দাবি আমরা আজ ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছি” , পাশাপাশি তিনি জানান এলাকায় অবৈধভাবে কয়লা, বালির কারবার চলছে দ্রুত তা বন্ধ করতে হবে ,এছাড়াও পুলিশ আজ দল দাসে পরিণত হয়েছে তাই বিরোধী দলের লোকজন থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে। এই দাবিগুলি সম্বলিত স্মারকলিপি আজ পুলিশ আধিকারিকদের হাতে দলের পক্ষ থেকে দেওয়া হলো বলে জানান প্রবীর বাবু।
অন্যদিকে কাঁকসা এলাকার আদিবাসীদের অধিকার থেকে শুরু করে এলাকার বালি, কয়ল্ লোহা, অবৈধ কারবারি ও মাফিয়াদের দৌরাত্ব বন্ধ করার দাবীতে কাঁকসা ডাকবাংলো থেকে মিছিল করে কাঁকসা থানার গেটের সামনে সভা করে কাঁকসা থানায় স্মারকলিপি দিলেন বাম সমর্থকেরা। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাম নেতা আভাস রায়চৌধুরী।