লায়ন্স ক্লাব ও জাংশন মলের যৌথ উদ্যোগে ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথনের আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ১৭ জানুয়ারীঃ
শিল্পাঞ্চল দুর্গাপুর এখন জমজমাট। খেলা ও মেলায় মজেছে শহরবাসী। ইতিমধ্যে নতুন বছরে নানা সংস্থার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হতে দেখা গেছে। এবার ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে এই শহরে আবারও ম্যারাথন দৌড়ের আয়োজন করা হচ্ছে। দুর্গাপুর লায়ন্স ক্লাব ও জাংশন মলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
লায়ন্স ইন্টারন্যাশনালের সভাপতি হীমল দত্ত ও লায়ন্স ক্লাবের দুর্গাপুর শাখার চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি জানান, “এই ম্যারাথন প্রতিযোগিতায় ৫০০ জন প্রতিযোগীর আবেদন নেওয়া হচ্ছে। প্রথম পুরষ্কার থাকছে ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ১০ হাজার ও তৃতীয় পুরষ্কার হিসেবে রাখা হচ্ছে ৫ হাজার টাকা। পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ড থেকেও প্রতিযোগীরা অংশ নেবেন। আগামী ২৩ জানুয়ারি সকাল ৮টায় সিটি সেন্টারের জংশন মল থেকে এই দৌড় শুরু হবে। সেক্ষেত্রে উৎসাহী দৌড়বিদরা তাদের নাম নথিভূক্ত করতে পারেন বলে জানিয়েছেন তারা। ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যায় জংশন মলের তরফে অরিজিৎ চট্টোপাধ্যায় জানান, মধুমেহ বা ডায়াবেটিস সুস্থ জীবনের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে এই ম্যারাথন দৌড় সফল করতে মোহনবাগান ফ্যান ক্লাবের মতো শিল্পাঞ্চলের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের তরফে সহযোগিতার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।