স্থানীয়দের চাকরি দিতে হবে, দাবিতে অবস্থান বিক্ষোভ দুর্গাপুরে গ্রাফাইট কারখানার সামনে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭অক্টোবরঃ
স্থানীয়দের চাকরী দিতে হবে এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুরের ২৮ ও ২৯ নং ওয়ার্ডের বেকার যুবকরা। তাদের অভিযোগ বহিরাগতরা দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড নামে ওই কারখানায় ঢুকে কাজ করছে, অথচ স্থানীয়রা ওই কারখানায় চাকরি পাচ্ছেন না। অথচ কারখানা কর্তৃপক্ষকে বারংবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ সে বিষয়ে কর্ণপাত করছেন না। তাই কারখানার সামনে সগড়ভাঙ্গার ওই বেসরকারী কারখানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের এই দাবিকে সমর্থণ জানায় তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
প্রসঙ্গতঃ কারখানা কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতের পর এই একই দাবি জানান আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।
এদিকে বিক্ষোভকারীরা এদিন এও হুঁশিয়ারী দেন যে কারখানা কর্তৃপক্ষ যদি তাদের লিখিত প্রতিশ্রুতি না দেয় তাহলে তাঁরা এভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।