ডিএসপির উচ্ছেদকে কেন্দ্র করে মহিস্কাপুরে স্থানীয়দের প্রতিরোধ, ইটবৃষ্টি
আমার কথা, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বরঃ
জনপ্রতিরোধের মুখে পড়ে কার্যতঃ রণে ভঙ্গ দিলেন উচ্ছেদ করতে আসা দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা। এলাকাবাসীদের সাথে ধ্বস্তাধ্বস্তি থেকে ইট ছোঁড়া কোনো কিছুই বাকি থাকলো না এদিনের উচ্ছেদ অভিযানে। হার মানতে হয় সিআইএসএফ জওয়ানদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
দুর্গাপুর ইস্পাত নগরীর মহিস্কারপুর রোডে শরৎচন্দ্র এভিন্যুয়ে রাস্তার দুধারে দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করে অনেকেই অবৈধভাবে দোকান বা গ্যারেজ করেছেন এলাকাবাসীরা। এই অবৈধ দখল ছেড়ে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কারখানা কর্তৃপক্ষের তরফে, আর তার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েহিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও অনেকেই সেই দখল ছাড়েননি। তাই আজ শনিবার ডিএসপি কর্তৃপক্ষ জেসিবি মেশিন এনে অবৈধ নির্মান ভাঙ্গার কাজ সুরু করে। কাজ কিছুটা এগোতেই বাধা দিতে শুরু করেন এলাকার দখলদারেরা। দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এরপর ধাক্কাধাক্কাই শুরু হয়। এলাকাবাসীদের মধ্যে মহিলা সহ অনেকেই কর্তৃপক্ষ ও জেসিবি মেসিন লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে শুরু করে সিআইএসএফ জওয়ানরা। অবস্থা যখম ক্রমশ আয়িত্বের বাইরে যেতে শুরু করে তখন খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছোয় ও পরিস্থিতি আয়ত্বে আনে।