২৩মার্চ থেকে কলকাতা সহ সমস্ত পুর শহরগুলিতে লকডাউনের সিদ্ধান্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২মার্চঃ
করোনা ভাইরাস মোকাবিলায় কলকাতা সহ সমস্ত পুরশহর এলাকা লক ডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। করোনা ভাইরাস প্রতিরোধের জন্যই সরকারের এই সিদ্ধান্ত। আগামীকাল বিকেল ৪টে থেকে এই লক ডাউন শুরু হবে যা ২৭শে মার্চ রাত ১২টা পর্যন্ত্য এই চলবে এই লক ডাউন। লকডাউন চলাকালীন বন্ধ থাকবে যান চলাচল। তবে ব্যাক্তিগত কোনো জরুরী কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে তবেই ব্যাক্তিগত যানবাহন ব্যবহার করা যেতে পারে। এই লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সমস্ত জরুরী পরিষেবাগুলি। যেমন, দুধ, জল, হাসপাতাল, মেডিক্যাল সার্ভিস সহ আরো কিছু। লকডাউন চলাকালীন রাজ্যবাসীকে ঘরের মধ্যেই থাকার অনুরোধ করেছেন রাজ্য সরকার।
প্রসঙ্গতঃ কেন্দ্রে সাথে রাজ্যগুলির এক জরুরী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা সহ দেশের ৭৫টি পুরশহরে এই লকডাউন করা হবে। নবান্নের তরফে এই প্রস্তাব নিয়ে গুরুত্ব সহকারে ভাবনাচিন্তার পরেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।