লকডাউনের নিয়ম বা করোনার স্বাস্থ্যবিধি সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাঁকসায় সবই চলছে নিজের নিয়মে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯মেঃ
সমগ্র দেশের সাথে সাথে রাজ্য জুড়ে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এসবের পরেও হুঁশ নেই কাঁকসার বাসিন্দাদের। রবিবার কাঁকসা হাটে স্বাস্থ্য বিধি না মেনে সকাল থেকেই সবজি কিনতে ভিড় জমান সাধারণ মানুষ। যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে সেখানে প্রশাসনের নিষেদ্ধাজ্ঞা না মেনে কাঁকসার হাটে ভিড় করেন বাসিন্দারা। সকাল থেকেই কাঁকসার হাটে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে নেই মাক্স। অসচেতনতা ছবি ধরা পড়ল কাঁকসা হাটে।
পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল দশটা বেজে গেলও কাঁকসার বিভিন্ন প্রান্তে দোকান খোলা থাকে। সেই সমস্ত দোকান গুলোকে বন্ধ করলো কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি রবিবার সকাল থেকেই কাঁকসার বিভিন্ন প্রান্তে মাইকিং করে সরকারি নির্দেশ মানার জন্য কাঁকসা থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়।