“সুফল বাংলা”র সুফল নিতে দুর্গাপুরে সকাল থেকে লম্বা লাইন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮নভেম্বরঃ
কথায় আছে আলু সেদ্ধ ডাল ভাত গরীবের খাবার। কিন্তু বর্তমানে সেই আলুতে হাত দিতে গেলেই অগ্নিমূল্যের কারনে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারন মানুষকে। তাই সাধারন মানুষের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার “সুফল বাংলা” কর্মসূচীর মাধ্যমে জনগনের হাতে ২৫টাকা প্রতি কেজি মূল্যে আলু তুলে দিতে উদ্যোগ নিয়েছে। যেখানে খোলা বাজারে আলুর দাম প্রতি কেজি ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দুর্গাপুর নগর নিগমের ২০ নং ওয়ার্ডে পুরপিতা রমা হালদারের উদ্যোগে সরকারী মূল্যে আলু দেওয়া শুরু হইয়েছে। বিগত ২১ দিন ধরে এই কর্মসূচী চলছে।
পুরপিতা রমা হালদার জানান, “বেনাচিতি সংলগ্ন শ্রীনগরপল্লী এলাকায় ২৫টাকা দরে প্রতি পরিবার পিছু ৪ কিলো করে আলু দেওয়া হচ্ছে। শুধুমাত্র ২০নং ওয়ার্ড নয়, দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ এসে এই সুফল লাভ করছেন। প্রতিদিন প্রায় ৩০০ পরিবার সরকারী মূল্যে আলু পাচ্ছেন। কালোবাজারী রুখতে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। যতদিন সরকারের ঘর থেকে আমরা আলু পাবো ততদিন দুর্গাপুরের সাধারন মানুষকে আমরা এই আলু দিয়ে যাবো।”
শনিবার সকাল থেকেই অন্যান্য দিনের মতোই লম্বা লাইন পড়তে দেখা যায় শ্রীনগরপল্লীতে এই রাজ্য সরকারের সুফল বাংলার লাভ নিতে। আলু নিতে আসা শঙ্কর সাহা, নন্দিতা দাসরা জানান, “আলু হল সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে পড়ে। আর কিছু থাকুক না থাকুক আলু সেদ্ধ ভাত খেয়েও মানুষ দিন কাটাতে পারে। কিন্তু বাজারে সেই আলুর এত দামের জন্য আমাদের অবস্থা খুব সঙ্গীন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ২০নং ওয়ার্ডের পুরপিতা আর রাজ্য সরকারের এহেন পদক্ষেপের কারনে আমরা তবু কিছু অন্ততঃ আলু সেদ্ধ ভাত খেয়ে তো বাঁচব।”