কাঁকসায় উলটে যাওয়া গাড়িতে লরির ধাক্কা, মৃত্যু চালকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮ জুলাইঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা এলাকায় দু’নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর একটা নাগাদ কাঁকসার গোপালপুরের বাসিন্দা ৩৫ বছর বয়সি বরুণ চট্টরাজ নামের ব্যক্তি নিজের গাড়ি করে বর্ধমানের উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি আসানসোলগামী রাস্তায় উল্টে যায়।
সেই সময় আসানসোলগামী একটি লরি ছোট গাড়িটিকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় বরুণ বাবু।
কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনা জেরে আসানসোলগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরি ও ছোট গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।