নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উল্টে গেল লরি, মৃত ২, আশঙ্কাজনক এক
আমার কথা, পানাগড়, ২ এপ্রিলঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আশঙ্কজনক অবস্থায় আরো একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম উত্তম দাস বৈরাগ্য(৪৮)। তিনি ভরতপুরের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার সকাল আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহার কাছে জাতীয় সড়কের ওপর দুর্গাপুরগামী রাস্তায়। দুর্ঘটনার জেরে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে পুলিশকে দেখে মার মুখি হয়ে ওঠে জনতা। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। ঘটনাস্থলে পৌছোন কাঁকসা থানার আইসি, কাঁকসার এসিপি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব), কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উত্তম দাস বৈরাগ্যের সাইকেলে ধাক্কা মারে। তারপর এক্তি বাইকের উপর উল্টে যায়। তাতে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। মৃত্যু হয় সাইকেল আরোহীর। অপর এক বাইক আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশাংকাজনক। লরিতে বোল্ডার বোঝাই করা ছিল। স্থানীয়রা জানান, বাইক আরোহিরা একটি ফাইনান্স কোম্পানীতে রিকভারির কাজ করতেন। তাদের বাইকের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারায় লরিটি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিনটি ক্রেনের সাহায্যে লরিটিকে অন্যত্র সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।