ভোটের মুখে ডিসেরগড়ে উদ্ধার প্রচুর গাঁজা, আটক ৩ ভিন রাজ্যের ব্যাক্তি
ামার কথা, আসানসোল, ২০ মার্চঃ
আসানসোলের কুলটিথানার সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশের ডিসেরগড় ব্রিজের কাছে বুধবার ভোরবেলায় নাকা তল্লাশি চলার সময়একটি অটো থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগ ভর্তি গাঁজা। ঘটনায় আটক করা হয় অটো সহ চালক সহ মোট চারজনকে। আটক করে পুলিশ জিজ্ঞাসবাদ করে জানতে পারে যে ওড়িশা থেকে প্রথমে ট্রেনে করে তাঁরা জয়চন্ডীতে এসে নামে। তারপর সেখান থেকে একটি অটোতে করে আসানসোলের নিয়ামতপুরে যাচ্ছিল। সেই সময় তাদের ধরে পুলিশ। যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে। চালক সহ মোট চারজনকে গ্রেফতার করে সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ বুধবার আসানসোল আদালতে পেশ করে অভিযুক্তদের। ঘটনার তদন্তে সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ২৫কিলো ৫০০গ্রাম বলে জানা যায়। নির্বাচনের প্রাক্কালে পুলিশের এটি বড়ো সড়ো সাফল্য বলে মনে করছেন সাধারন মানুষ।