উপনির্বাচনের আগে পান্ডবেশ্বরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৮ মার্চঃ
পুলিশি অভিযানে পাণ্ডবেশ্বর এর ডালুড়বাধ এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ কার্তুজ ও দেশি রাইফেল। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
রামপুরহাট কাণ্ডের পর মমতা ব্যানার্জি পুলিশকে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। পাণ্ডবেশ্বর থানা এলাকাও এর ব্যতিক্রম নয়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালায় কেন্দ্রা পঞ্চায়েতের আট নম্বর এলাকায়। স্থানীয় সঞ্জয় মোদির ঘর থেকে উদ্ধার হয় ৭০ রাউন্ড কার্তুজ ও ছ’টি দেশি রাইফেল। বেআইনি আগ্নেয়াস্ত্র মজুদ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় সঞ্জয় মোদিকে। অভিযুক্ত বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার পাণ্ডবেশ্বর থানায় অস্ত্র উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি তহীদ আনোয়ার। তিনি বলেন পুলিশের কাছে গোপন সূত্রে অস্ত্র মজুতের খবর আসে। তৎক্ষণাৎ পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযানে নামে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় সঞ্জয় মোদীর নামে একজনকে। ধৃতকে সোমবার তোলা হয় মহাকুমা দুর্গাপুর আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে দশ দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আসানসোল উপ নির্বাচনের আগে এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়া ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।