লকডাউনের মধ্যে কাঁকসায় উদ্ধার প্রচুর পরিমানে বেআইনী মদের বোতল, গ্রেপ্তার ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৪জুলাইঃ
একদিকে বৃহস্পতিবার যখন পুরো রাজ্য জুড়ে চলছে লকডাউন ঠিক সেদিনই কাঁকসা পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমানে দেশি মদ। সাথে তিনজকে গ্রেপ্তারও করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে কাঁকসা থানার অন্তর্গত শুলকানি পুকুর এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে প্রায় ১২৩ লিটার দেশি মদ, প্রায় ১৫ লিটার বিলিতি মদ ও প্রায় ১০ লিটার বিয়ারের বোতল উদ্ধার করে পুলিশ। সাথে এই অবৈধ কারবার করার অভিযোগে তিনজন ব্যাক্তিকেও পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।