ডাক্তার লেখা গাড়ি থেকে উদ্ধার প্রচুর বে-আইনি দেশি মদ
আমার কথা, পূর্ব বর্ধমান(মঙ্গলকোট), ৮ ফেব্রুয়ারীঃ
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুনুর ব্রিজের কাছে মঙ্গলকোট থানার এস,আই সামাউর রহমান ও দুই জন কনস্টেবল নাকা চেকিং চালাচ্ছিলেন গতকাল রাত্রে। সেই সময় একটি ডক্টর লেখা গাড়ি এসে থামে। পুলিশ সেই গাড়ি চেক করতে গেলেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। দেখা যায় গাড়ির মধ্যে প্রচুর পরিমাণ চোলাই মদ। হাতেনাতে ধরে ফেলেন দুই ব্যক্তিকে। ধৃতদের নাম, অমল হালদার বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়া,আর সাধন মন্ডল বাড়ি ভাতারের বসতপুর গ্রামে।
ধৃতদের আজ মঙ্গলবার পাঠানো হলো কাটোয়া আদালতে।
পুলিশ সূত্রে খবর ধৃতরা এই মদ গুসকরা এলাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে প্রায় ৬০ লিটার মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে স্থানীয় মানুষের দাবি, ডক্টর লেখা গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিয়ে এরা যাক কাজ করেছে এতে এদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার।