দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে হোটেল থেকে উদ্ধার প্রচুর মদের বোতল, আটক ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ মেঃ
দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিস অবৈধ মদ সহ এক জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ধৃতের নাম ছোটু মাহাতো। পুলিস ঘটনাস্থল থেকে ৮১ বোতল বিয়ার ও ১১ বোতল দেশি মদ উদ্ধার করেছে। অবৈধ মদ কারবারিরা ঘটনাস্থল থেকে পলিয়ে ৬। ধৃত’কে মহকুমা আদালতের মননীয় বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিস জানিয়েছে, নিউটাউনশিপ থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধভাবে হোটেল চালায় বেশ কিছু ব্যবসায়ী। সেখানে পাহাড়ি দাদু নামে একটি নামকরা হোটেল থেকে সোমবার রাতে ওই বাজেয়াপ্ত করা মদ নিয়ে আসে কারবারিরা। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় রাত সাড়ে ১০ টা নাগাদ। কারবারিরা এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থল থেকে পুলিস ছটু মাহাতো’কে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় ৮১ বোতল বিয়ার ও ১১ বোতল দেশি মদের বোতল। আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় জানান, অবৈধভাবে যে গুলো চলছে সেগুলি চেষ্টা করা হচ্ছে বন্ধ করে দিতে।