দুর্গাপুরের রাস্তায় ছড়িয়ে জনধন যোজনার প্রচুর পাসবই ও এটিএম কার্ড
আমার কথা, দুর্গাপুর, ১০ ফেব্রুয়ারী:
প্রধানমন্ত্রী জনধন যোজনার শ’য়ে শ’য়ে পাসবই ও এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের সগরভাঙ্গা হাউসিং কলোনীতে। শনিবার সকালে সগরভাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশেই কয়েকশো পাস বই আর এটিএম পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পাস বই ও কার্ড গুলি উদ্ধার করে। বেশীরভাগ পাস বই স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফসি আই ব্রাঞ্চের। মুলত সগরভাঙ্গা ও আশেপাশের এলাকার পাসবই বই বলে জানা গেছে।কি ভাবে এই পাসবই ও এটিএম এখানে এলো, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
এই ইস্যুতে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।