লাউদোহায় গ্যাসের দোকানে তীব্র বিস্ফোরন, জখম ৪
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৪ জুলাইঃ
রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ফরিদপুর(লাউদোহা) থানার নতুন ডাঙ্গা মোড়ে একটি গ্যাসের (গ্যাস সুবিধা কেন্দ্র ) দোকানে আচমকা, বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। বিস্ফোরণে ভেঙ্গে পড়ে দোকান ঘরটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান। ভেঙ্গে পড়া দোকানের মধ্যে আটকে পড়েন চার ব্যাক্তি। স্থানীয়রা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ ও দমকল কর্মীরা। খবর পেয়ে সেখানে যান এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ভেঙ্গে পড়া দোকানের মধ্যে আটকে থাকা চার ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ও দমকলকর্মীরা। চিকিৎসার জন্য তাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কি করে এত বড় বিস্ফোরণ ঘটলো তদন্তের পরেই তা বলা সম্ভব বলে জানান এক দমকল কর্মী।