দুর্গাপুরে ফুচকা বিক্রেতার মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি মহঃ সেলিমের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮মেঃ
পারিবারিক বিবাদের জেরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমিক নগর এলাকায় ১৮ এপ্রিল রামপ্রসাদ সরকার, পেশায় ফুচকা বিক্রেতাকে মারধর করার অভিযোগ উঠে। পরের দিন ১৯ এপ্রিল ভোর রাতে মৃত্যু হয়। পিটিয়ে খুনের অভিযোগ করে পরিবার। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিশ। এরপরই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। ঘটনার দিনই স্থানীয় সিপিএম নেতৃত্ব পরিবারের সাথে দেখা করে এবং পাশে থাকার আশ্বাস দেন।
এর পরে বিজেপি র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মৃতের বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তৃণমূলকে কাঠগড়ায় তোলে বিজেপি।
আজ রবিবার বিকালে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মৃত রামপ্রসাদ সরকারের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন।
দোষীদের শাস্তির দাবি তুলে সিপিএমের স্থানীয় নেতৃত্ব আজ কোকওভেন থানা ঘেরাও করে।